হারবালকে ‘বিকল্প ওষুধ’ বলবেন না!’ লিভ ৫২ দীর্ঘদিন ধরেই ভারতে প্রচলিত রয়েছে৷ এটি আয়ুর্বেদিক তথা হার্বাল ঔষধ হলেও অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা ব্যাপকভাবে এটি প্রেস্ক্রাইব করে থাকেন৷ভারতবর্ষে আবহমান কাল থেকে প্রচলিত আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে হার্বাল ঔষধের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ তাই হার্বাল ঔষধকে বিকল্প ঔষধ না বলে অ্যালোপ্যাথিক পদ্ধতিকেই বরং ভারতের ক্ষেত্রে বিকল্প পদ্ধতি বলা উচিত৷ তবে, অ্যালোপ্যাথি ঔষধের ক্ষেত্রে যেমন প্রথমে মনুষ্যত্বের প্রাণীর উপর এবং পরে মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে তার কার্যকারিতা ও সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া প্রমাণিত হওয়ার পরই তা ব্যবহৃত হয়, আয়ুর্বেদিক ঔষধের ক্ষেত্রে তা হয়না৷ এক্ষেত্রে যুগ যুগ ধরে চলে আসা ধারণার উপর ভিত্তি করেই হার্বাল ঔষধগুলির প্রয়োগ হয়৷ দ্বিতীয়ত আয়ুর্বেদিক ঔষধের প্রয়োগের ফল অ্যালোপ্যাথিক ঔষধের মতো তৎক্ষণাৎ পাওয়া যায় না৷ একটা ৫০০মিলিগ্রাম প্যারাসিটামল আধ ঘন্টার মধ্যে জ্বর কমিয়ে দিতে পারে, যেটা কোন হার্বাল ঔষধের দ্বারা সম্ভব হয় বলে শুনিনি৷ তাই একসময় ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে প্রচলিত হার্বাল ঔষধ-নির্ভর আয়ুর্বেদিক পদ্ধতি অ্যালোপ্যাথিকে জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছে৷
আরও পড়ুন-
তবে বর্তমানে বাবা রামদেব, শ্রীশ্রী রবিশঙ্কর প্রমুখের প্রভাবে এই পদ্ধতি আবার ব্যাপকভাবে জনপ্রিয় হতে শুরু করেছে৷ এছাড়া ‘হিমালয়া', ‘ডাবর', ‘বৈদ্যনাথে'র মতো নামী প্রতিষ্ঠানে প্রচুর জনপ্রিয় ভেষজ ঔষধ তৈরি হয়৷ বাবা রামদেবের প্রতিষ্ঠানে তো অ্যালোপ্যাথিক ঔষধের মতো হারবাল ঔষধগুলিরও ক্লিনিক্যাল ট্রায়াল হয়বলে শুনেছি৷যাইহোকআপনাদেরপ্রতিবেদনটিখুবভলো
বিস্তারিত আরও কিছু জানার জন্য ফোনের মাধ্যমে যোগাযোগ করুণ কলিকাতা হারবাল
হাকিম ডা: মো: মাহাবুবুর রহমান!
(রেজিষ্টার্ড হারবাল স্পেশালিস্ট
যৌন. চর্ম .সাস্থ্যহীনতা.মেদভুড়ি. হাঁপানি,বাত বেথা. হেপাটাইটিস (বি -ভাইরাস). অশ্ব গেজ. ও মহিলা রোগে (17 বৎসরের অভিঙ্গতা)
সরাসরি যোগাযোগের ঠিকানা: মোহাম্মদপুর বি.আর.টি.সি বাসস্ট্যান্ড আল্লাহ্ করিম মসজিদ মার্কেট ২য় তলা মোহাম্মদপুর ঢাকা-১২০৭
হট লাইন-01763663333
ডাঃ মোঃ মাহাবুবুর রহমান
ইমু নাম্বার 01971198888
আরও পড়ুন-
আপনার সাস্থ সেবা নিশ্চিত করতে সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন। কলিকাতা হারবাল কেয়ার একটি আধুনিক আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র।
tag:
কলিকাতা হারবাল কলিকাতা হারবাল কেয়ার কলিকাতা হারবাল ডাক্তার kolikata herbal care kolikata herbal kolikata herbal dhaka kolikata herbal doctor kolikata herbal medicine original kolikata herbal kolikata herbal treatment kolikata herbal mohammadpur popular kolikata harbal কলিকাতা হারবাল ঔষধ