জেনে নিন আঙ্গুর ফল আপনার জীবনে কতটা উপকার

জেনে-নিন-আঙ্গুর-ফল-আপনার-জীবনে-কতটা -উপকার-কলিকাতা হারবাল

December 02, 2019

আঙ্গুর ফল এর উপকারীতা অপরিসীম। আঙ্গুর ফল এমন একটি ফল যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের লোক পর্যন্ত খেতে পারেন কারন এটা অনেক নরম একটা ফল । আঙ্গুর খেলে কোরেস্টেরলের মাত্রা কমে ব্যাপক হারে । আঙ্গুর ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টি এবং সাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি খনিজ ও ভিটামিন আছে । আঙ্গুর ফলে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম বিদ্যমান । আঙ্গুর ফলডায়াবেটিস,হৃদরোগ ও অ্যাজমা রোগের মত প্রতিরোধে ভুমিকা পালন করে থাকে । এছাড়াও আঙ্গুর ফল রক্তচাপ ও ত্বক এর সমস্যা সমাধানেএ সাহয্য করে নিচে আঙ্গুর ফলের উপকারীতা তুলে দরা হলো ।অ্যাজমা প্রতিরোধ করেঃ আঙ্গুর ফলের ঔষধি যে গুন আছে এটি অ্যাজমার ঝুঁকি থেকে রক্ষা করে ও ফুসফুস আর্দ্র রাখে । ক্যান্সারঃ আঙ্গুর ফলে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফামিটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান আছে । যা আমাদের অঙ্গপ্রত্যঙ্গের প্রদাহ দূর করে করে থাকে এই প্রদাহই ক্যান্সার রোগ জন্মের অন্যতম প্রধান কারণ কিডনি ভালো রাখেঃ আঙ্গুর ফলের সব ভিটামিন উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখতে সাহায্য করে । সেই সাথে আমাদের কিডনির রোগ- ব্যাধির বিরুদ্ধেও কাজ করে থাকে ও আমাদের শরীর কেও সুস্থ রাখে ।

আরও পড়ুন- 

এছাড়াও আঙ্গুর ফল আমাদের মাইগ্রেনের সমস্যাও রোধ করে থাকে।মাথাব্যাথাঃ হঠাৎ করে যদি কারো মাথাব্যাথ শুরু হয় তাহলে কোন ঔষধ না খেয়ে কিছু আঙ্গুর ফল খেয়ে নিন এতে করে মাথাব্যাথা কমে যাবে।চুলের যত্নেঃ চুলের একটু যত্ন কম হলেই আমাদের চুলে খুশকিতে ভরে যায় চুলে খুশকি এর সমস্যা প্রায় সবারই হয়ে থাকে । তাছাড়া যাদের চুলের আগা ফেটে গিয়ে চুল রুক্ষ ও ধূসর রঙের হয়ে যায় আর যাদের চুল ঝরে তারা নিয়মিত কিছুদিন আঙ্গুর ফল খেয়ে দেখতে পারেন তাতে চুলের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ রক্ত সঞ্চালনঃ সাধারণত যাদের রক্ত সঞ্চালনের ভারসাম্যহীনতায় ভোগেন তাদের জন্য আঙ্গুরের রস খুবই উপকারী । আঙ্গুর ফলের মধ্যে থাকা ফাইটোউট্রিয়েন্টস যা আমাদের শরীরে নিয়মিত রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে ।চোখ সুস্থ রাখেঃ আঙ্গুর ফল চোখ ভালো রাখতে অনেক কাজ করে থাকে । বয়সজনিত কারনে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের আঙ্গুর ফল নিয়মিত খাওয়া অনেক জরুরি ।আঙ্গুর ফল আমাদের সবার প্রিয় একটি ফল । আমরা সবাই এ ফলটি খেতে প্রছন্দ করি । তাছাড়া আঙ্গুর ফল আমাদের জন্য অতি উপকারী একটা ফল । নিয়মিত আঙ্গুর ফল খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসবে । তাই আমরা কম হলেও নিয়মিত আঙ্গুর ফল খাবার চেষ্টা করবো ।কলিকাতা হারবাল হাকিম ডা:মো: মাহাবুবুর রহমান!(রেজিষ্টার্ড হারবাল স্পেশালিস্ট যৌন.চর্ম.সাস্থ্যহীনতা মেদভুড়ি. হাঁপানি,বাত বেথা. হেপাটাইটিস (বি -ভাইরাস). অশ্ব গেজ. ও মহিলা রোগে (17 বৎসরের অভিঙ্গতা) বি:দ্র: আপনার কষ্টার্জিত অর্থ বিনষ্ট। না হওয়ার আগেই সঠিক সিদ্ধান্ত নিবেন। ভালভাবে ডা: চেম্বার,ডা:এর শিক্ষাগত যোগ্যতা যাচাই বাচাই করে চিকিৎসা নিবেন। ফেইসবুকে বা অসত্য প্রচারনা থেকে এড়িয়ে চলুন।, কলিকাতা হারবাল মোঃ পুর বাস স্টান্ড আল্লাহ করিম মসজিদ মার্কেট দ্বিতীয় তলা মোঃ পুর ঢাকা , 01971198888 /ইমু নাম্বার 01741331199   

আরও পড়ুন-  

আপনার সাস্থ সেবা নিশ্চিত করতে  সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন। কলিকাতা হারবাল কেয়ার  একটি আধুনিক আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র।

tag: 

 কলিকাতা হারবাল  কলিকাতা হারবাল কেয়ার   কলিকাতা হারবাল ডাক্তার  kolikata herbal care kolikata herbal kolikata herbal dhaka kolikata herbal doctor kolikata herbal medicine original kolikata herbal kolikata herbal treatment kolikata herbal mohammadpur popular kolikata harbal  কলিকাতা হারবাল ঔষধ