Awesome Image

রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়?

August 11, 2020

বেশিরভাগ দম্পতিই জানতে চান স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়। রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিন এই প্রশ্নটা অহরহ শুনে থাকেন চিকিৎসকরা। কলিকাতা হারবাল নিউজ পাঠকদের এই প্রশ্নের উত্তর জানিয়েছেন নিঃসন্তান দম্পতি হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট ডাঃ উম্মে সালমা। স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না বলে জানিয়েছেন নিঃসন্তান দম্পতি হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট ডাঃ উম্মে সালমা। ডাঃ উম্মে সালমা কলিকাতা হারবাল নিউজ কে বলেন, অনেক দম্পতি আমাদের কাছে জানতে চান স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়। রক্তের গ্রুপ একই হলে নাকি বাচ্চার জন্মগত সমস্যা হয়? প্রায় প্রতিদিন এই প্রশ্নটা আমি রোগীদের কাছে শুনে থাকি। রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হয় না। তবে কিছু বিষয় রয়েই যায়। স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপের বিষয়ে কলিকাতা হারবাল নিউজ ওয়েব সাইটের সম্পাদক এর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন নিঃসন্তান দম্পতি হাসপাতাল লিমিটেডের গাইনি কনসালটেন্ট ডাঃ উম্মে সালমা। রক্তের গ্রুপ: প্রথমেই রক্তের গ্রুপগুলো সম্পর্কে জেনে নিন। রক্তের গ্রুপের প্রধানত দুটি ভাগ। একটা হলো এবিও পদ্ধতি (এ, বি, এবি এবং ও) অন্যটা আরএইচ ফ্যাক্টর (আরএইচ পজেটিভ এবং আরএইচ নেগেটিভ)। এ রেসাস ফ্যাক্টরই ঠিক করে দেয় ব্লাড গ্রুপ পজেটিভ হবে না নেগেটিভ হবে। ব্লাড গ্রুপগুলো হলো :সএ পজেটিভ, এ নেগেটিভ, বি পজেটিভ, বি নেগেটিভ, এবি পজেটিভ, এবি নেগেটিভ, ও পজেটিভ এবং ও নেগেটিভ। রক্ত গ্রহণে সচেতনতা